জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো: জাহিদুল ইসলাম মিঞা। বুধবার (১৩ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জুলাই যোদ্ধা সিরাজুল ইসলামের হাতে এ আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।
এ সময় জেলা প্রশাসক জানান, দেওভোগ নাগবাড়ির বাসিন্দা জুলাই যোদ্ধা সিরাজুল ইসলামের স্ত্রী শাহনাজ আক্তার টিনার দুটি কিডনি বিকল হয়ে পড়েছে। তার চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হলো। শুধুমাত্র জুলাই যোদ্ধা নয়, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেনা। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় সহযোগিতা করা হয়। আমাদের এ সহযোগীতা চলমান থাকবে।