৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে মহানগর শ্রমিক দল। শুক্রবার (০৭ নভেম্বর) বিকালে নগরীর ১নং বাসস্ট্যান্ড এলাকা থেকে মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম ও সদস্য সচিব ফারুক হোসেনের নেতৃত্বে র্যালিটি বের করা হয়।
র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়াস্থ মিশনপাড়া এলাকায় গিয়ে মহানগর বিএনপির মূল র্যালিতে অংশগ্রহণ করে।
এর আগে র্যালিতে থাকা মহানগর শ্রমিক দলের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা ‘ আজকের এদিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম’সহ খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এসময় তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা নগরী।
র্যালিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রং বেরংয়ের ব্যানার ফ্যাস্টুন, প্লাকার্ড, শত শত দলীয় ও জাতীয় পতাকাশোভাপায়।
র্যালিতে মহানগর শ্রমিক দল নেতা মনির মল্লিক, সেলিম মিয়া, বাচ্চু দেওয়ান, বিল্লাল হোসেন, মানিক, জামাল, শাহজাহান, সোলেমান, জাফর ও রাসেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।