নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহীদুল ইসলামের নেতৃত্বে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ নভেম্ব) বিকালে নগরীতে এ র্যালি অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ র্যালিটি বের করা হয়।
র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়াস্থ মিশনপাড়া এলাকায় গিয়ে মহানগর বিএনপির মূল র্যালিতে অংশগ্রহণ করে।
এর আগে র্যালিতে থাকা যুবদলের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা ‘ আজকের এদিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম’সহ খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এসময় তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা নগরী।
র্যালিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রং বেরংয়ের ব্যানার ফ্যাস্টুন, প্লাকার্ড, শত শত দলীয় ও জাতীয় পতাকাশোভাপায়।
র্যালিতে মহানগর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।