নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বাদ আসর শহরের মিন্নাত আলী (রাঃ) মাজার মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নির্দেশে ১৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল সরদার এ দোয়া মাহফিলের আয়োজন করেন।
দোয়াপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় বিলাল বলেন, নারায়ণগঞ্জ বিএনপিতে সবচেয়ে জনপ্রিয় নেতা জাকির খান। তিনি আমাদের নির্ভরতার বাতিঘর। তার অসুস্থতায় জাতীয়তাবাদী পরিবার গভীরভাবে উদ্বিগ্ন। কারন, তিনি বিএনপির একজন নিবেদিত প্রাণ, একজন কর্মীবান্ধব নেতা। তার সুস্থতা মানে কর্মীদের জন্য আর্শিবাদ। তাই আমরা আজ তার জন্য দোয়া করবো, তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে আবারও রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, আমাদের আরেক নেতা আমার রাজনীতির শিক্ষাগুরু মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ভাইও অসুস্থ। কিন্তু আশ্চর্য্যের ব্যাপার হলো, তিনি নিজে অসুস্থতার মধ্যে থেকেও খান সাহেবের সুস্থতা কামনায় দোয়া করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। এতেই বুঝাযায়, খান সাহেবকে জিয়া ভাই কতটা ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন। তাই আসুন আজ আমরা এ দুই নেতার সুস্থতার জন্যই দোয়া করবো। আল্লাহ্ তাহালা যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন, আমিন।
দোয়া মাহফিলে জাকির খানের দ্রুত সুস্থতাসহ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়। দোয়াটি পরিচালনা করেন, মিন্নাত আলী (রাঃ) মাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা আলী হায়দার। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতকা শাহীন আহমেদ, মো: সাজু, মো: সেলিম, রাজু আহমেদ রাজন, শুক্কুর আলী বেপারী, মামুন, মোজাম্মেল, আল আমিন, ১৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা পলাশ হাওলাদার, ওসমান গণি, জুম্মান, রায়হান, জুয়েল প্রমূখ।