আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন এই মহান মে দিবস। আর এই দিনটিকে স্মরণে রেখে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষে সমগ্র বিশ্বের সকল শ্রমজীবী মেহনতি মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচএম হোসেন।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তারা বলেন, সভ্যতার রূপায়ন ঘটেছে শ্রমিকের হাতুড়ির আঘাতে আঘাতে। শ্রম দিয়েই দুনিয়ার অগ্রযাত্রা। শ্রমেই সৃষ্টি। অথচ শ্রমিক তার অধিকার হারা সভ্যতার শুরু থেকেই। ইটের ওপর ইট গেঁথে আকাশচুম্বী প্রাসাদে বসে যখন মহাকাশ জয়ের স্বপ্ন বোনা হয় ঠিক তখনও শ্রমিকেরা অধিকার আদায়ে বুকের রক্ত ঝরায়। আমরা আর শ্রমিকের বুকের রক্ত দেখতে চাই না। আমরা আর তাদের সংগ্রামী হতে দেখতে চাই না। আমরা চাই, তাদের ন্যায্য অধিকার তাদের ফিরিয়ে দেয়া হউক। আর এজন্য আমরাও তাদের পাশে থাকতে চাই। তাদের পাশে থেকে তাদের অধিকার ও সম্মান ফিরিয়ে দিতে চাই।
তারা আরও বলেন, আজ মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিকের রক্ত দিয়ে কেনা এ দিবসটিতে বিশ্বের সকল শ্রমজীবী ভাই-বোনদের প্রতি আমাদের প্রাণপ্রিয় নেতা জাকির খানের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা।