কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নির্দেশে মাঠে অবস্থান কর্মসূচি পালন করে মহানগর স্বেচ্ছাসেবক দল। বুধবার (১২ নভেম্বর) দিনভর নগরীর ২নং রেলগেট এলাকায় মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা। মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে নগরীতে জিয়ার নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল বহর বের করা হয়। নগরীর নগরীর ২নং রেলগেট এলাকা থেকে বহরটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষেণ করে পুনরায় ২নং রেলগেট এলাকায় শেষ হয়।
এসময় জিয়াউর রহমান জিয়া বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে আমরা রাজপথে আছি। মানুষের জানমালের নিরাপত্তার জন্য আমরা গত দুইদিন যাবৎ জাকির খানের নির্দেশে মাঠে অবস্থান করছি। আমরা রাজপথে বিগত সতেরো বছর ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ্ আগামীতেও রাজপথে থাকবো।
তিনি নারায়ণগঞ্জবাসীকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের কোন ভয় নাই। আপনারা নির্বিঘ্নে চলাফেরা করবেন। আপনাদের পাশে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জননেতা জাকির খান আছে।
জেলা যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক বলেন, মানুষের জানমালের ক্ষতি করার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি মিথ্যা কর্মসূচি নিয়ে সামনে আসার চেষ্টা করছে। আমরা তাদের সেই কথিত লকডাউনের প্রতিবাদে আজকে এ অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা জনসাধরণের জানমালের নিরাপত্তার স্বার্থে আমাদের প্রাণপ্রিয় নেতা জাকির খানের নির্দেশ আগামী ১৪ নভেম্বর ভোর পর্যন্ত রাজপথে থাকবো।
তিনি আরও বলেন, এ সন্ত্রাসী সংগঠনের নেতারা যারা দেশের বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য যে পায়তারা করছে, আপনারা ভয় পাবেন না। ইনশাআল্লাহ্ নারায়ণগঞ্জের মা-মাটি ও মানুষের পক্ষের নেতা জননেতা জাকির খান আপনাদের পাশে ছিলো আছে এবং থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজন, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ, সদর থানা জাসাসের যুগ্ম আহ্বায়ক সনেট আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাহিনুর ইসলাম সুমন, সাজু আহমেদ, মো: সেলিম, শেখ কামাল, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য ওয়াসিম মিয়া, জলিল প্রমূখ।