বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের ডিআইটি এলাকায় অবস্থিত খানকায়ে কাদেরিয়া তৈয়্যবিয়া ও কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের নির্দেশে এ দোয়া মাহফিলের আয়োজন করে তার অনুসারীরা। মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দিতে গিয়ে খালেদা জিয়ার স্মৃতিচারণ করে কান্নায় ভেঙ্গে পড়েন জাকির খানের অনুসারীরা। কান্নাজড়িত কন্ঠে তারা বলেন, আজ এমন একজন নেত্রীর জন্য আমরা আল্লাহ্’র দরবারে দু’হাত তুলতে যাচ্ছি, যিনি এদেশ ও জনগণের জন্য সবচেয়ে বেশি ত্যাগ শিকার করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকার তাকে জেল খাটিয়েছে। তার সাথে কাউকেই যোগাযোগ করতে দেয়নি। তবুও তিনি কারোর সাথে আপোষ করেন নি। দলীয় নেতাকর্মী ও দেশপ্রেমের কারণে তিনি দেশে থেকেই ফ্যাসিস্টদের শত সহস্র নির্যাতন সহ্য করেছেন।

তারা বলেন, আজ আমাদের সেই প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আসলে এ মহুর্তে আমাদের অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়। তাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে আমাদের বুক ফেটে যাচ্ছে। যে নেত্রী আমাদের জন্য এতকিছু করেছে, তার এমন অবস্থা আমরা কোনভাবেই সইতে পারছি না। শুধু আল্লাহ্’র কাছে দোয়া করি, আল্লাহ্ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন। তার হায়াৎ বাড়িয়ে দেন। তিনি যেন সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসেন।

বক্তব্য শেষে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মাদরাসার শিক্ষার্থীসহ উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

মহানগর বিএনপি নেতা পারভেজ মল্লিকের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন, জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো: নূর হানিফ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজন, মহানগর প্রজন্মদলের আহ্বায়ক মো: সারোয়ার করিম, পরিবহন শ্রমিক নেতা মো: লিমন, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ, মীর মোহাম্মদ রাজীব, দপ্তর সম্পাদক লিমন ভূঁইয়া, মো: সুমন, সদর থানা জাসাসের যুগ্ম আহ্বায়ক সনেট আহমেদ, আনোয়ার গাজী, সদর থানা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সোহেল, মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোহাম্মদ কাইয়ূম, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা জনি দেওয়ান, শাহিনুর ইসলাম সুমন, মো: আলী, সাজু দেওয়ান, মো: রাসেল, ফারুক আহমেদ হৃদয়, মো: রমজান, বিল্লাল সরদার, মো: লিয়ন, গাজী এমসি, মো: আলী হোসেন, আবুল হোসেন খোকন, কাউসার, পলাশ হাওলাদার, হাবিব মাদবর, রক্সি প্রধান, রিপন, বন্দর থানা যুবদল নেতা ইব্রাহিম, স্বেচ্ছাসেবক দল নেতা বাবু, কালু, শাহীন ভূঁইয়া, শাওন আহমেদ, লিটন, মারুফ, শাকিল মোল্লা, ফয়সাল, সাইফ হাসান, ফাহিম, সোহেল ইসলাম প্রমূখ।