বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৪ জানুয়ারি) বাদ আসর নগরীর ২নং রেলগেট এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম সম্পাদক মনির হোসেন খান, ফতেহ্ মো: রেজা রিপন, তাঁতীদলের কেন্দ্রীয় সদস্য সচিব হাজী মজিবুর রহমান ও সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ছাড়াও দেশবাসীর মঙ্গল কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
মহানগর তাঁতীদলের আহ্বায়ক এসএম মকবুল হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সদস্য সচিব নবী নূর, হাজী এসএম আকরাম, বন্দর থানা তাঁতীদলের আহ্বায়ক নবীনুল্লাহ্, সদস্য সচিব এসএম আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক মো: মমিনুল, মো: রাসেল, মো: হারুন, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের আহ্বায়ক তাইজুল ইসলাম, সদস্য সচিব লিখন মন্ডল প্রমূখ।