নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বাদ জুম’আ ফতুল্লা থানাধীন উত্তর কাশীপুর শান্তিনগর বাইতুল নুর জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়াক কাঞ্চন আহমেদ ও কাশীপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি সুমন মোল্লা এ দোয়া মাহফিলের আয়োজন করেন।
দোয়া মাহফিলপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় কাঞ্চন আহমেদ বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা নারায়ণগঞ্জের তারুণ্যের আইকন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান খুবই অসুস্থ। বর্তমানে তিনি একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। এবং সেই সাথে আমার নেতার জন্য আপনাদের সবার কাছে দোয়া ভিক্ষা চাইছি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে।
এসময় সুমন মোল্লা বলেন, আসলে আমাদের মনটা আজ ভীষণ খারাপ। কারণ, আমাদের নেতা জাকির খান আজ শয্যাশায়ী। আমার কাছে কেন জানি মনে হচ্ছে, তার অসুস্থতার কারণে যেন সবকিছু থমকে আছে। সব কিছুতেই যেন একটা বৈরীতা ভাব। দোয়া করি, খান সাহেব যেন দ্রুত সুস্থ্য হয়ে উঠে এবং আমাদের মনের এ বৈরীতা ভাব দূর করে।
দোয়া মাহফিলে মৎস্যজীবী দলের নেতাকর্মীসহ স্থানীয় সমাজ সেবক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।