বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল জব্বারের কাশীপুর ইউনিয়নে পথসভা করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় কাশীপুর ইউনিয়নে ৯নং ওয়ার্ড থেকে এ পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় সংসদ সদস্য প্রার্থী আব্দুল জব্বার কাশীপুর ইউনিয়নের ওয়ার্ডগুলোর বিভিন্ন মোড়ে, বাজার, সড়কে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। পথ সভায় জামায়াতে ইসলামী সমর্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে ভোটারদের কাছে বিভিন্ন দাবি সম্বলিত লিফেলেট বিতরনসহ তারুন্যের প্রথম ভোট দাড়ি পাল্লায় হোক স্লোগান দেন।
পথসভায় উপস্থিত ছিলেন, এড.আখতারুজ্জামান, দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল তোফাজ্জল হোসেন, নারায়ণগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আল আমিনসহ অন্যান্যরা।