সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

এ নির্বাচনটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং: আবুল কাউসার আশা

সিটি নিউজ / ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামপুত্র মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেছেন, এ নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত একটা চ্যালেঞ্জিং। ইতোমধ্যে ঐক্যবদ্ধ যে বিএনপিকে দেখছি, ইনশাআল্লাহ্ যতদিন যাবে আরও ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সামনে থাকবে।

রোববার (১৮ জানুয়ারী) বিকালে শহরের গলাচিপা রেললাইন এলাকায় এক দোয়া মাহফিল ও স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ‘১৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন’ এ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাভোকেট সাখাওয়াত হোসেন খান।

তিনি বলেন, কোন সাইনবোর্ড ব্যবহার করে, দলকে ব্যবহার করে মাদক ব্যবসায়ীরা যাতে আবার নতুন করে মাথাতুলে দাঁড়াতে না পারে। এ জায়গায় সবাই ঐক্যবদ্ধ থাকবেন। কারণ, মাদক-সন্ত্রাস কখনও কারো আপন হতে পারে না। সবাই চেষ্টা করবেন মাদক থেকে দূরে থাকতে। এবং যারাই এর সাথে জড়িত থাকবেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ্ যেন তাদেরকে হেদায়েত দান করে। এসব বাদ দিয়ে ভালো কাজে আসেন। আপনারাও আমাদের ভাই, আমরা সবাই একসাথে যেন চলতে পারি, কারো প্রতি কারো তাকাতে যেন লজ্জাবোধ না হয়।

দোয়া মাহফিলে ১৩নং ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও মহানগর বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই