নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামপুত্র মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেছেন, এ নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত একটা চ্যালেঞ্জিং। ইতোমধ্যে ঐক্যবদ্ধ যে বিএনপিকে দেখছি, ইনশাআল্লাহ্ যতদিন যাবে আরও ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সামনে থাকবে।
রোববার (১৮ জানুয়ারী) বিকালে শহরের গলাচিপা রেললাইন এলাকায় এক দোয়া মাহফিল ও স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ‘১৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন’ এ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাভোকেট সাখাওয়াত হোসেন খান।
তিনি বলেন, কোন সাইনবোর্ড ব্যবহার করে, দলকে ব্যবহার করে মাদক ব্যবসায়ীরা যাতে আবার নতুন করে মাথাতুলে দাঁড়াতে না পারে। এ জায়গায় সবাই ঐক্যবদ্ধ থাকবেন। কারণ, মাদক-সন্ত্রাস কখনও কারো আপন হতে পারে না। সবাই চেষ্টা করবেন মাদক থেকে দূরে থাকতে। এবং যারাই এর সাথে জড়িত থাকবেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ্ যেন তাদেরকে হেদায়েত দান করে। এসব বাদ দিয়ে ভালো কাজে আসেন। আপনারাও আমাদের ভাই, আমরা সবাই একসাথে যেন চলতে পারি, কারো প্রতি কারো তাকাতে যেন লজ্জাবোধ না হয়।
দোয়া মাহফিলে ১৩নং ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও মহানগর বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।