শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

এমপি প্রার্থী বাবুলের নির্দেশে খানপুর ৩শ শয্যা হাসপাতালে শতাধিক বৃক্ষরোপন

সিটি নিউজ / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের নির্দেশে নারায়ণগঞ্জ ৩শ শয্যা (খানপুর) হাসপাতালে প্রায় শতাধিক বৃক্ষ রোপন করেছেন তার ছোট ভাই জহির আহমেদ সোহেল।

বৃহস্পতিবার (৩০শ অক্টোবর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এ বৃক্ষ রোপন করেন তিনি।

এসময় জহির আহমেদ সোহেল বলেন, দূর দূরান্ত থেকে বিভিন্ন সমস্যার রোগী এই খানপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। আমি যতটুক শুনেছি একটি ভালো ন্যাচারাল জায়গা থাকলে রোগ আরো ভালো হয়। তাই আমাদের প্লান হচ্ছে এই ৩শ শয্যা হাসপাতালকে চারপাশে ঘিরে থাকবে সবুজ সেখানে থাকবে ফলজ, ঔষধি গাছ, ফুলের গাছ যা দেখতে একেবারে ভিন্নতা থাকবে। কেউ এখানে চিকিৎসা নিতে আসলে যেন মনে করে এটি বাংলাদেশ নয় বাইরের কোন একটি হাসপাতাল। এবং এই হাসপাতলে চিকিৎসা নিতে এসে আল্লাহর রহমতে এই প্রকৃতি দেখে অর্ধেক রোগ সেরে যাবে বলে আমি মনে করি।

তিনি আরও বলে, আপনারা দেখেছেন আগে এই হাসপাতালটিতে যারা চিকিৎসা নিতে আসতো কি ময়লা দুর্গন্ধ ও খারাপ অবস্থায় ছিল। এখন আপনারা দেখবেন আগের থেকে এ হাসপাতালের চেহারা অনেকটাই পরিবর্তন হয়েছে। এই গাছগুলো আরো লাগানো হবে হাসপাতালে চারদিক ঘিরে। নারায়ণগঞ্জের স্বাস্থ্যখাত উন্নয়নে আমার ভাই আবু জাফর আহমেদ বাবুল নানাবিধ কর্মসূচী হাতে নিয়েছেন। এর মধ্যে ডেঙ্গু চিকিৎসায় ব্যবহৃত কিট প্রদান করেছেন তিনি। হাসপাতালের অভ্যন্তরিন পরিবেশের সৌন্দর্য বর্ধনে ময়লা আবর্জনা পরিষ্কার করে সেখানে ফুলের গাছ লাগানো হয়েছে। রাস্তার পাশে যে ড্রেনটি রয়েছে সেটা পরিষ্কার করা হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে নারায়ণগঞ্জ হাসপাতালকে পরিচ্ছন্নতার আওতায় নিয়ে আসা।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে আমরা হাসপাতাল এবং এর আশপাশে পরিষ্কার করেছি আর আজকে আমরা বৃক্ষরোপন করার কর্মসূচী পালন করছি। একজন আমাকে প্রশ্ন করেছেন যে পরিচ্ছন্ন কর্মসূচী আমরা হাতে নিয়েছি সেটা কি দুই দিনের জন্য। আমরা বলতে চাই যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এ কর্মসূচী চলমান থাকবে। আমার সাথে যাদেরকে দেখছেন এরা প্রত্যেকেই ভদ্র পরিবারের সন্তান। এদেকে নিয়ে আমি একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলবো। এটা শুধু হাসাপাতাল নয় যেকোন স্থানে প্রয়োজন হবে আমরা সেখানেই পরিচ্ছন্নতার জন্য কাজ করবো। সাংবাদিক ভাইদের বলবো, যেটা সত্যি আপনারা সেটাই তুলে ধরুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই