বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

আল্লাহ্ যেন তারেক রহমানকে মায়ের পাশে থাকার সুযোগ দেন: মাসুদুজ্জামান

সিটি নিউজ / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) বাদ আছর হোসিয়ারী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সার্বিক ব্যবস্থাপনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

মাসুদুজ্জামান বলেন, আমরা এসেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করতে এবং তার প্রতি দেশের মানুষের যে ভালোবাসা, তা আল্লাহর দরবারে পেশ করতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম শক্তিশালী ও আদর্শিক সংগঠন ছাত্রদল। এই সংগঠন থেকে বহু মেধাবী, দক্ষ ও ত্যাগী নেতাকর্মী জাতীয় নেতৃত্বে উঠে এসেছেন এবং আজও নেতৃত্ব দিচ্ছেন। আমি চাই ছাত্রদলের প্রতিটি সদস্য মানুষের সেবামূলক কাজে নিজেকে জড়িত রাখবে, যাতে তারা জনগণের হৃদয়ে স্থান করে নিতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা এখন অত্যন্ত সংকটাপূর্ণ। দল-মত নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। এটি প্রমাণ করে তিনি সত্যিকার অর্থেই জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। 

তিনি আরও বলেন, পুরো জীবন তিনি আপনাদের-আমাদের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছেন। স্বামী, সন্তান, পরিবারের সদস্যদের হারিয়েছেন, তবুও জনগণের স্বার্থে তার সংগ্রাম থেমে যায়নি। ওয়ান ইলেভেনসহ নানা ঝুঁকিপূর্ণ মুহূর্তে দেশত্যাগের সুযোগ থাকা সত্ত্বেও তিনি দেশ ছাড়েননি, কারণ তিনি জনগণের পাশে থাকতে চেয়েছিলেন। খালেদা জিয়ার সংকটময় শারীরিক অবস্থায় তারেক রহমান অত্যন্ত উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। একজন সন্তানের পক্ষে মায়ের পাশে থাকতে না পারা খুবই কষ্টদায়ক। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তারেক রহমানকে মায়ের পাশে থাকার ও সেবা করার সুযোগ দেন।

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সার্বিক ব্যবস্থাপনায় ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদারের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, আনোয়ার হোসেন আনু, সদস্য মাহাবুব উল্লাহ তপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সজল, মহানগর মহিল দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন হৃদয়, তোলারাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন, দপ্তর সম্পাদক রোহিত প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই