নারায়ণগঞ্জ আদালতপাড়ায় ব্যাপক প্রচারণা চালিয়েছে বিএনপি সমর্থিত হুমায়ূন-আনোয়ারের নীল প্যানেল। সোমবার (১৯ আগস্ট) দুপুরে আইনজীবী সমিতির ভবন থেকে এ প্রচারণা শুরু করে নীল প্যানেলের প্রার্থীরা। জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে এ প্রচারণা চালান তারা।
এসময় প্যানেলের পক্ষে সাধারণ আইনজীবীদেরও স্বতস্ফুর্ত অংশগ্রহণ করতে দেখা গেছে। এছাড়া মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেনসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও প্রচারণায় অংশগ্রহণ করেন এবং নীল প্যানেলের পক্ষে ভোট প্রার্থণা করেন।
বিএনপি নেতারা বলেন, গত এক বছরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নীল প্যানেলকে অবশ্যই বিজয়ী করতে হবে। অন্যকোন প্যানেলের ষড়যন্ত্রে পা দেয়া যাবেনা। তাহলে আইনজীবী সমিতির উন্নয়ন ব্যহত হবে এবং আইনজীবীদের স্বার্থ রক্ষা হবেনা। তাই নীল প্যানেলের ওপরই আস্থা রাখার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান বিএনপির নেতারা।
নীল প্যানেলে প্রার্থীরা হলেন—সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধান, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী আ. গাফ্ফার, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক মামুন মাহমুদ, সদস্য আনিসুর রহমান, ফাতেমা আক্তার সুইটি, তেহসিন হাসান দিপু, দেওয়ান আশরাফুল ইসলাম ও আবু রায়হান।