সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

আইপিএল থেকে বাদ পড়লেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক / ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

শেষ পর্যন্ত আইপিএল থেকে বাদ দেওয়া হলো বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে। আজ (শনিবার) সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) ফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক নির্দেশনা প্রদান করেন।

ঘটনার মূল হাইলাইটস:

  • বিসিসিআই-এর সিদ্ধান্ত: দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআরকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এর পরিবর্তে কলকাতা তাদের পছন্দমতো বিকল্প ক্রিকেটার নিতে পারবে।

  • কলকাতার অবস্থান: শাহরুখ খানের দল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, বিসিসিআই-এর নির্দেশনা অনুযায়ী সকল অভ্যন্তরীণ প্রক্রিয়ার পর মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হয়েছে।

  • বিক্ষোভ ও হুমকি: উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোম মুস্তাফিজের ভারতে আসার বিরোধিতা করে বিমানবন্দর ঘেরাওয়ের হুমকি দিয়েছিলেন এবং কেকেআর মালিক শাহরুখ খানকেও ‘গাদ্দার’ বলে অভিহিত করেন।

  • পূর্বের বিপরীত অবস্থান: শুরুতে বিসিসিআই জানিয়েছিল বাংলাদেশ শত্রু দেশ নয় এবং মুস্তাফিজ খেলবেন, তবে পরিস্থিতির চাপে সেই অবস্থান থেকে সরে এসেছে বোর্ড।

মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ার ও বর্তমান প্রেক্ষাপট: এবারই আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ৯.২০ কোটি রুপিতে কলকাতায় ডাক পেয়েছিলেন ৩০ বছর বয়সী এই তারকা। এর আগে তিনি ৮টি আসরে ৫টি ভিন্ন দলের হয়ে মাঠ মাতিয়েছেন। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির প্রভাব সরাসরি ক্রীড়াঙ্গনে পড়ায় মুস্তাফিজের আইপিএল যাত্রা এবার থমকে গেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই