৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি সংসদ নারায়নগঞ্জের জেলা ও মহানগর কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাদ আসর নগরীর বাগে জান্নাত জামে মসজিদ মাদ্রাসায় শহীদ জিয়া স্মৃতি সংসদ নারায়নগঞ্জের জেলা ও মহানগর এর আয়োজনে এ কর্মসূচী পালন করে দলীয় নেতৃবৃন্দ।
শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক হাজী মোঃ মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ মহসিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ফিরোজ আহমেদ ধনু, মোহাম্মদ আশ্রাফুল ইসলাম, সাবেক ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান, মোঃ দেলোয়ার হোসেন দেলু সহ প্রমূখ।
আলোচনা সভায় শহীদ জিয়ার আর্দশ ও নীতিকে ধারন করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ জিয়ার রুহের মাগফেরাত এবংবিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘআয়ু এবং দেশ ও জাতির কল্ল্যান কামনা করে দোয়া করা হয়।পরে সকলের মাঝে নেওয়াজ বিতরন করা হয়।