ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুমা ডিআইটি চত্বর থেকে জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোটসহ ৫দফা দাবি বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম-এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ।
মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলার সেক্রেটারি জাহাঙ্গীর কবির, নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ফারুক আহমেদ মুন্সী , ছাত্র আন্দোলন মহানগর সভাপতি শাহীন আদনান প্রমুখ নেতৃবৃন্দ।