শহরে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল করেছে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আবু জাফর বাবুলের অনুসারীরা।
বুধবার (০৮ অক্টোবর) বিকালে শহরের মিশনপাড়া এলাকা থেকে জহির আহমেদ সোহেলের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিশনপাড়া এলাকায় এসে শেষ হয়।
এর আগে মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন পাড়া মহল্লা থেকে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল এসে মিশনাপাড়া এলাকায় জড়ো হতে থাকে। এসময় এ এলাকায় জনতার স্রোত লক্ষ্য করা যায়। পরে সেখান থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বের করা হয় এক বিশাল মিছিল। মিছিলে থাকা হাজার হাজার নেতাকর্মীরা প্রাইম বাবুলের পক্ষে নির্বাচনী স্লোগানসহ ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এসময় তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা শহর।