বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

শিল্পপতি বাবুলের পক্ষে শহরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

সিটি নিউজ / ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আবু জাফর বাবুলের পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে শহরের মিশনপাড়া মোড় এলাকা থেকে এ লিফলেট বিরতণ শুরু করেন জহির আহমেদ সোহেল। পরে ডনচেম্বার, খানপুর হাসপাতাল সংলগ্ন এলাকা, সরদারপাড়া, বৌ বাজার ও চাষাঢ়াসহ বিভিন্ন এলাকার পথচারী, বিভিন্ন পরিবহন চালক, দোকানী ও হকারদের মাঝে এ লিফলেন বিতরণ করেন তিনি। এসময় তার সাথে স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

লিফলেট বিরতণকালে তিনি সাংবাদিকদের জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং জনসচেতনতা বাড়াতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আবু জাফর বাবুলের পক্ষে তারা এ লিফলেট বিরতণ করছেন। এটা শুধু একটি লিফলেটই নয়, এটা হলো একটি সুন্দর বাংলাদেশ গড়ার মহাপরিকল্পনা। এ ৩১ দফা বাস্তবায়ন হলেই এ দেশ একটি সুখী সমৃদ্ধ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে।

তিনি বলেন, শিল্পপতি বাবুল সবসময় গরীব দু:খী মানুষের পাশে দাঁড়িয়েছেন। এখনও তিনি তাদের পাশেই আছেন। তাই তিনি দলীয় মনোনয়ন পেলে সাধারণ মানুষ তার পক্ষেই থাকবে। তিনি এমপি হলে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবেন। তাই আমরা নারায়ণগঞ্জ-৫ আসনের সকল ভোটারদের শিল্পপতি বাবুলের পাশে থাকার জন্য অনুরোধ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই