বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা হতে সন্ধ্যা পর্যন্ত সোনারগাঁও ও বন্দরের বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেন পরিষদের নেতৃবৃন্দরা।
এ সময় তারা পূজার সার্বিক খোঁজ খবরও নেন। এছাড়া তারা সোনারগাঁও উপজেলার প্রশাসনের কর্মকর্তাদের সাথে, বিভিন্ন মন্দির কমিটি, পুজা কমিটি ও ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সহিত শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক সহদেব দাস শিশির, সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র ভৌমিকের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি প্রদীপ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ দেউরী, সোনারগাঁ উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমিত রায়, জেলার সম্পাদকমন্ডলীর সদস্য রতন মন্ডল, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য নিমাই চন্দ্র চন্দ, পংকজ রায়, বিপ্লব বাড়ৈ, রঞ্জিত দাস, ভুবন বর্মন, ফনি বর্মন, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি হরি সাহা, সাধারণ সম্পাদক সুজন দাস, সোনারগাঁ যুব ঐক্য পরিষদের সভাপতি রাজীব দাস, সহ সভাপতি নিহার রঞ্জন ভৌমিক, রতন বর্মন, শরৎ দাস, বিনয় সরকার, প্রতাপ দাস, গকুল বিশ্বাস,সুদর্শন সরকার, সাধন সাহা, শ্রীকান্ত দত্ত, হৃতম দাস, যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন কর্মকার, বন্দর ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তুলশী ঘোষসহ নেতৃবৃন্দ।