রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

প্রথম ওপেন জাতীয় ও আর্ন্তজাতিক কারাতে টুর্নামেন্টে মেডেল পাওয়া

কারাতেকাদের হাতে সনদ তুলে দিলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

সিটি নিউজ / ৫২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

প্রথম ওপেন জাতীয় ও আর্ন্তজাতিক কারাতে টুর্নামেন্টে মেডেল পাওয়া নারায়ণগঞ্জের কারাতেকাদের হাতে সনদ তুলে দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে তিনি ১০ জন কারাতেকাদের হাতে এ সনদ তুলে দেন। এসময় কারাতে কোচ আশরাফুল ইসলামসহ কারাতেকাদের সকল অভিভাবকরা উপস্থিত ছিলেন। সনদ বিতরণ শেষে ডিসি সবাইকে মিষ্টিমুখও করান।

জানাগেছে, নগরীর আল্লামা ইকবাল রোডে অবস্থিত ‘বাংলাদেশ সেলফ ডিফেন্স এন্ড স্পোর্টস কারাতে একাডেমি’ থেকে এ কারাতেকারা ওই আর্ন্তজাতিক প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীতায় নারায়ণগঞ্জ থেকে ১০ জন স্বর্ণের পাশাপাশি রুপা ও ব্রোঞ্জ অর্জন করে তারা।

মেডেল পাওয়া কারাতেকারা হলেন:
১. রুফাইধা, গোল্ড ১টা, সিলভার ১টা।
২. সারাফ, গোল্ড ১টা, ব্রোঞ্জ ১টা।
৩. আহনাফ সিলভার ১টা।
৪. আত্মবিদ, ২টা ব্রোঞ্জ
৫. দিহান, সিলভার ১টা, ব্রোঞ্জ ১টা।
৬. তাহমিদ ব্রোঞ্জ ২টা।
৭. জাকি, ব্রোঞ্জ ১টা।
৮. নাহিদা, ব্রোঞ্জ ১টা।
৯. অবদিয়া, ব্রোঞ্জ ২টা।
১০. রোকেয়া জাহান মিম, ব্রোঞ্জ ১টা।
মোট ২টা গোল্ড, ৩টা সিলভার, ১১টা ব্রোঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই