বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সিদ্ধিরগঞ্জে বাবুলের ওপর হামলা, প্রতিবাদে শহরে মানববন্ধন

সিটি নিউজ / ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (সিদ্ধিরগঞ্জ) ৬নং ওয়ার্ডের বাসিন্দা বাবুলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মানববন্ধন করেছে পরিবারের সদস্যরা। রোববার (৩ আগষ্ট) সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অপহরনের শিকার বাবুলের ছোট ভাই সেলিম তার বক্তব্যে বলেন, আমাদের পরিবারের একটি জমির মালিকানা সংক্রান্ত বিরোদের জের ধরে ৩১ জুলাই সন্ধ্যা ৭ টায় জালকুড়ি সীমা ডাইং এর সামনে থেকে বিএনপির বহিস্কৃত নেতা শাহ্ আলাম মানিক ও তার ছোট ভাই হানিফ, ফুফাত ভাই জামালসহ ১৫/২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ আমার বড় ভাই বাবুলকে অপহরন করে নিয়ে যায়। বিষয়টা এলাকায় জানাজানি হলে প্রায় ৩ ঘন্টা পর রক্তাক্ত জখম অবস্থায় আইলপাড়া প্রাইমারী স্কুলের সামনে ফেলে রেখে যায়।

বক্তব্যে তিনি আরও বলেন, এ ব্যাপারে আমাদের পরিবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কোন সহযোগিতা পায়নি। এলাকাবাসির সহযোগিতায় আমার ভাইকে উদ্ধার করতে সক্ষম হই। পরে আমার ভাই (বাবুলকে) উদ্ধার করে চিকিৎসার জন্য খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করি। আজ ৪ দিন যাবত সে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মানববন্ধনে বাবুলের পরিবার জানান, শীঘ্রই অপহরনের ঘটনায় মামলা করার প্রস্তুতি চলমান আছে। আমরা এ ক্ষেত্রে থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, জুলহাস, নূর আলম, সেকান্দর,পারভেজ, রতন, আইরিন, তুলি আক্তার, দীপা, মুক্তা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই