আজ দশমী৷ উমার শ্বশুরবাড়ি ফেরার পালা৷ আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর৷ আসছে বছর আবার আসার প্রতিশ্রুতি দিয়ে আজ দেবী পাড়ি দেবেন কৈলাসে৷ হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা৷ এই আবহে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক অরুন দেবনাথ।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকালে গণমাধ্যমকে দেয়া এক যৌথ বিবৃতিতে নারায়ণগঞ্জবাসীকে তারা শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তারা বলেন, মা দুর্গার বিদায়বেলায় আজ সবার মন ভারাক্রান্ত। ভুবনমোহিনী মায়ের আশীর্বাদে নারায়ণগঞ্জসহ গোটা দেশে অক্ষুণ্ণ থাকুক সম্প্রীতির সুর। শান্তি-সম্প্রীতি আর ঐক্য বেঁচে থাকুক সকলের মাঝে, আমরা মায়ের কাছে এ প্রার্থণা করি। সবাইকে বিজয়ার আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা।
বিবৃতিতে তারা নারায়গঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও নারায়নগঞ্জের সর্বস্তরের জনসাধারনকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, এবারের পূজায় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা যেভাবে আমাদের সহযোগীতা করেছেন, এতে আমরা ভীষণ সন্তুষ্ট। প্রশাসনের পক্ষ থেকে চারস্তরের নিরাপত্তা পূজাকে আরও নির্বিঘ্ন করে তোলেছিলো। যারফলে আমরা অত্যান্ত শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পেরেছি। এ জন্য নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আর অসংখ্য ধন্যবাদ। আমরা সকলের মঙ্গল কামনা করছি।