নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (সিদ্ধিরগঞ্জ) ৬নং ওয়ার্ডের বাসিন্দা বাবুলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মানববন্ধন করেছে পরিবারের সদস্যরা। রোববার (৩ আগষ্ট) সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অপহরনের শিকার বাবুলের ছোট ভাই সেলিম তার বক্তব্যে বলেন, আমাদের পরিবারের একটি জমির মালিকানা সংক্রান্ত বিরোদের জের ধরে ৩১ জুলাই সন্ধ্যা ৭ টায় জালকুড়ি সীমা ডাইং এর সামনে থেকে বিএনপির বহিস্কৃত নেতা শাহ্ আলাম মানিক ও তার ছোট ভাই হানিফ, ফুফাত ভাই জামালসহ ১৫/২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ আমার বড় ভাই বাবুলকে অপহরন করে নিয়ে যায়। বিষয়টা এলাকায় জানাজানি হলে প্রায় ৩ ঘন্টা পর রক্তাক্ত জখম অবস্থায় আইলপাড়া প্রাইমারী স্কুলের সামনে ফেলে রেখে যায়।
বক্তব্যে তিনি আরও বলেন, এ ব্যাপারে আমাদের পরিবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কোন সহযোগিতা পায়নি। এলাকাবাসির সহযোগিতায় আমার ভাইকে উদ্ধার করতে সক্ষম হই। পরে আমার ভাই (বাবুলকে) উদ্ধার করে চিকিৎসার জন্য খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করি। আজ ৪ দিন যাবত সে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মানববন্ধনে বাবুলের পরিবার জানান, শীঘ্রই অপহরনের ঘটনায় মামলা করার প্রস্তুতি চলমান আছে। আমরা এ ক্ষেত্রে থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, জুলহাস, নূর আলম, সেকান্দর,পারভেজ, রতন, আইরিন, তুলি আক্তার, দীপা, মুক্তা প্রমূখ।