শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

শহরে মাসুদুজ্জামানের মিছিল, তীব্র যানজটে নাকাল নগরবাসী

সিটি নিউজ / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গণমিছিল করেছে শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। এতে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ে পুরো নগরবাসী। বিকাল থেকে রাত পর্যন্ত এ যানজটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।

সরেজমিনে দেখা যায়, বন্ধের দিন থাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত নগরী ছিলো একেবারেই যানজট মুক্ত। ফলে মানুষকে অনেকটা স্বাচ্ছন্দেই নিজের গন্তব্যে পৌছতে দেখা যায়। কিন্তু বিকাল ৪টার দিকে নগরীর খানপুর এলাকা থেকে মাসুদুজ্জামান গণমিছিল বের করলে পুরো শহরে বাধে তীব্র যানজট। এসময় নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়া, কালীবাজারের মোড় ও দুই নাম্বার রেলগেট থেকে এ যানজট ছড়িয়ে নিতাইগঞ্জ এবং মূল সড়কের আশপাশের সকল সড়কেও। এসময় মানুষকে যানজটে পড়ে ঘন্টার পর ঘন্টা যানবাহনে বসে থাকতে দেখা যায়। আবারও কেউ কেউ ব্যস্তকারণে যানবাহন ছেড়ে পায়ে হেঁটে নিজ গন্তব্যে পৌছবার চেষ্টা করেন। কিন্তু তারও যেন কোন উপায় নেই। মিছিলের কারণে যানজটের পাশাপাশি জনজটেরও সৃষ্টি হতে দেখা যায়। এভাবেই চরম ভোগান্তিতে পড়তে দেখা যায় নগরবাসীকে।

শিবু মার্কেটগামী মিশুক পরিবহনের যাত্রী আব্দুল রাজ্জাক বলেন, ২নং রেলগেট থেকে রওয়ানা হয়েছি। এক ঘন্টা হয়ে গেলো এখনও চাষাঢ়াই পৌছতে পারলাম না। মিছিলের কারণে পুরো শহর অচল হয়ে গেছে। জানিনা, কতক্ষণে বাড়ী পৌছতে পারবো?

‘চাষাঢ়া যাবো বলে ঠিক করেছিলাম। তাই রিকশায় উঠেছি। কিন্তু গ্রীনলেজ ব্যাংকের মোড় পর্যন্ত আসার পর রিকশা আর যায় না। আজও যে শহরে মিছিল হবে জানতাম না। আর আর কি করা, মনেহচ্ছে পায়ে হেঁটেই চাষাঢ়া যেতে হবে।’ কথাগুলো বলছিলেন এক ব্যাটারি চালিত রিকশার যাত্রী সোলাইমান।

রফিক নামে এক সিএনজি চালক বলেন, পুরো একটা ঘন্টা বসে আছি। গাড়ীর স্টার পর্যন্ত দিতে পারছি না। আমি ত্রিশ বছর ধরে গাড়ী চালাই, কিন্তু জীবনেও এত যানজট দেখি নাই। মনেহয় দেশটা নষ্ট হয়ে গেছে। দেশের কোন মা-বাপ নাই।

ট্রাফিক পুলিশরা বলছেন, রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত শহরে যানজট থাকে। তবে শুক্র ও শনিবার শহরে মূলত তেমন যানজট থাকেনা। তবে আজকে কি কারণে যানজট, এটা আপনারা সবাই জানেন। শহরে মিটিং করলে মিছিল করলে যানজটতো লাগবেই। যেহেতু এটি নারায়ণগঞ্জের ব্যস্ততম রাস্তা, তাই এখানে যতকম মিটিং মিছিল করা যায় নগরবাসীর জন্য ততই ভালো।

তবে গণমিছিলের কারণে নগরীতে ভয়াবহ যানজট ও চরম দুর্ভোগ সৃষ্টি হওয়ায় নগরবাসীর কাছে ক্ষমা চেয়েছেন গণমিছিলে নেতৃত্বদানকারি নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

তিনি বলেছেন, আজ শহরে যে যানজট হয়েছে, আমাদের সমাবেশই তার জন্য অনেকটাই দায়ী। আমি নগরবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে বড় সমাবেশগুলো কীভাবে শহরের বাইরে আয়োজন করা যায়, সে বিষয়ে আমরা ভেবে দেখব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই