শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

না.গঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণমিছিল

সিটি নিউজ / ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে বিশাল গণমিছিল।

শুক্রবার( ৫ ডিসেম্বর) বিকালে শহরের ডিআইটি চত্বর থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুনের পক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ডিআইটি থেকে শুরু করে চাষাঢ়া ও খানপুর হয়ে বরফকল গিয়ে সমাপ্ত হয়।

মিছিলে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে জনস্রোত তৈরি হয়। এসময় নেতাকর্মীরা দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সিরাজুল মামুনকে বিজয়ী করার জন্য ময়দানে ভূমিকা রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় এমপি প্রার্থী সিরাজুল মামুন ছাড়াও গণমিছিলে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলীল, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন, খেলাফত মজলিসের জেলা সভাপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, ডাঃ শামীম ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, হানিফ কবির বাবুল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়া, বন্দর থানা পূর্ব সভাপতি মুফতী আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভুইঁয়া, বন্দর থানা পশ্চিম সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল-মামুন, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জেলা সভাপতি আনাস আহমদ, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই