বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

দুঃসময়ে ছিলেন না মাঠে, মনোনয়নে দৌড়ঝাঁপ

সিটি নিউজ / ৩৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

দলের দুঃসময়ে ছিলেন না মাঠে। বিগত দিনের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে বিএনপির বহু নেতাকে ফোন দিয়েও মাঠে নামানো যায়নি। বরং আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের সাথে আঁতাঁত করে চলেছেন। আবার এমন অনেকেই ছিলেন, যারা কখনও বিএনপির রাজনীতির সাথে যুক্তই ছিলেন না, তারাও এবার বিএনপির মনোনয়ন যুদ্ধে নেমেছেন। অবাক করার মত ঘটনা হলেও এটাই সত্যিই। বর্তমানে নারায়ণগঞ্জের প্রায় সবকটি আসনের প্রায় একই অবস্থা।

তবে দল বলছে, এবারের নির্বাচনে তরুণ, অভিজ্ঞ ও প্রবীণের সমন্বয়ে হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। বিশেষ করে এলাকায় যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং স্থানীয়দের কাছে জনপ্রিয়, এমন ব্যক্তিকেই প্রার্থী হিসেবে প্রাধান্য দেওয়া হবে। এ তালিকা করতে মাঠপর্যায়ে এরই মধ্যে কয়েকটি টিম কাজ করছে। যাদের এলাকায় জনপ্রিয়তা আছে, বিগত আন্দোলনে ছিলেন, দলের প্রতি আনুগত্য রয়েছে এবং দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন, এমন নেতাদের চূড়ান্ত প্রার্থী তালিকায় রাখতে চায় দলটির হাইকমান্ড। সেইসঙ্গে ১৯৯১ থেকে ২০১৮ সাল পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়া জনপ্রিয় প্রার্থীদের মূল্যায়নও করা হবে বলে জানা গেছে।

জানাগেছে, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মডেল গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ ওরফে মডেল মাসুদ ও শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল ওরফে প্রাইম বাবুলসহ আরও অনেকের নামই শোনা যাচ্ছে। এদের মধ্যে দুই শিল্পপতি কখনোই বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন না বলে জানাগেছে। এছাড়াও বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনসহ কোন আন্দোলন সংগ্রামে তারা একেবারেই মাঠে ছিলেন না। সেক্ষেত্রে দলীয় মনোনয়ন চাওয়া অনেকটা তাদের দু:সাহস বলেই মনে করছেন বিএনপির নেতারা।

এদিকে নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে আরেক শিল্পপতি শাহ্ আলমের নজরও বিএনপির মনোনয়ন। তিনি যদিও বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন কিন্তু একটা সময় তিনি ঘোষণা দিয়ে বিএনপি ছাড়েন। ফলে বিগত দিনে বিএনপির কোন আন্দোলন সংগ্রামে তাকে মাঠে দেখা যায়নি বললেই চলে।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী কাজী মনিরুজ্জামানেরও একই হাল। তিনি বিএনপি থেকে পদত্যাগ না করলেও বিগত দিনে কোন আন্দোলন সংগ্রামের সাথে তার কোন সক্রিয় ভূমিকা ছিলো না। ফলে দীর্ঘ একটা লম্বা সময় ধরে তিনি একেবারেই বিএনপির রাজনীতির বাইরে ছিলেন।

এদিকে নারায়ণগঞ্জ-২ আর নারায়ণগঞ্জ-৩ আসনের দুই মনোনয়ন প্রত্যাশীর সাথে অনেকটাই মিল খোঁজে পাওয়া যায়। কারণ, তারা দুজনেই দীর্ঘকাল বিএনপির রাজনীতি থেকে দূরে ছিলেন। আড়াইহাজারের আতাউর রহমান আঙুর আর সোনাগাঁয়ের রেজাউল করিমরা এতদিন বিএনপির কোন খোঁজ খবর না নিলেও দেশের পটপরিবর্তনের পর মনোনয়নের আশা মাঠে সক্রিয় হতে মরিয়া হয়ে উঠেছে।

এসকল প্রার্থীরা বিএনপির মনোনয়ন পেতে শুরু করেছেন দৌড়ঝাঁপ। পাশপাশি ভোটারদের মনোযোগ আকর্ষণের জন্য নির্বাচনী এলাকায় বিভিন্ন রংয়ের ব্যানার সাটিয়েছেন। এছাড়া জোর লবিং-তদবিরে ব্যস্ত সময় পার করছেন তারা।

তবে এ বিষয়ে বিএনপি নেতাকর্মীরা বলেন, তারা যতই লবিং তদবির চালাক না কেন দলীীয় মনোনয়ন তারা কিছুতেই পাবে না। কারণ, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাফ বলে দিয়েছেন বিগত দিনে যারা ফ্যাসিস্টদের দোসর হয়ে কাজ করেছে বিএনপিতে তাদের কোন ঠাঁই হবেনা। সুতরাং তাদেরতো বিএনপিতেই জায়গা নাই আবার তারা বিএনপির মনোনয়নে এমপি হবার স্বপ্ন দেখেন। বলতে হবে, সাহস আছে তাদের। কিন্তু এতটা দু:সাহস করা ভালো না। তাই এখনও সময় আছে সাবধান হন। নিজেদের ধ্বংস ডেকে আনবেন না। বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা নানাভাবে নির্যাতিত, নিপীড়িত ও ত্যাগ শিকার করেছেন, তাদের মধ্যে যে কেউ দলীয় মনোনয়ন পাবেন এটা আমরা বিশ্বাস করি। এর বাইরে আমরা কিছু মেনে নিতে প্রস্তুত নই। কারণ, দলীয় মনোনয়ন একমাত্র তাদেরই হক যারা দলের কঠিন সময়েও দল ছেড়ে যাননি। বরং বজ্রকন্ঠে রাজপথে আওয়াজ তোলেছেন। আমরা মনে করি, দলীয় মনোনয়ন একমাত্র তারাই প্রাপ্য।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই