নারায়ণগঞ্জ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আজ থেকে একুশ বছর আগে আমাদের মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মমিন উল্লাহ্ ডেভিড মৃত্যুবরণ করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ্ যেন তার সকল গুনাহ্ মাফ করে তাকে জান্নাতবাসি করে। আসলে তার মৃত্যুতে দলের বিশেষ করে যুবদলের এক অপূরনীয় ক্ষতি হয়েছে। কারণ, এ মমিন উল্লাহ্ ডেভিডরা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনকে আরও বেশি তরান্বিত করতে পারতাম।
সোমবার (২৪ নভেম্বর) বিকালে নগরীর চাষাঢ়াস্থ মিশনাপাড়া এলাকায় মমিন উল্লাহ্ ডেভিডের ২১ তম মৃত্যুবাষির্কী উপলক্ষে দোয়া শেষে গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট টিপু আরও বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের রাজনীতির অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মমিন উল্লাহ্ ডেভিডের এ শোককে শক্তিতে পরিনত করে যেন আমরা আরও সামনে এগিয়ে যেতে পারি, ডেভিডের শূন্যস্থান পূরণ করতে পারি, সেভাবে কাজ করার জন্য আমি সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাবো।
প্রসঙ্গ, ২০০৪ সালের ২৪ নভেম্বর রাতে ঢাকার মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে র্যাবের সাথে কথিত ক্রসফায়ারে নিহত হন মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মমিন উল্লাহ্ ডেভিড।