বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

জুলাই বিপ্লবের চেতনা ধরে রাখতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে: সাখাওয়াত

সিটি নিউজ / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ রয়েছে। এ ঐক্যবদ্ধের মাধ্যমে জুলাই-আগস্টে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার এ বাংলার মাটিতে করবো।

তিনি বলেন, আমরা চাই এদেশে একটা গণতন্ত্রের শাসন ব্যবস্থা কায়েম হোক। জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরে আসুক। সকলস্তরে গণতান্ত্রিক পদ্ধতি চালু হোক।

মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে হাজীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যকর্মীদের দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত আরও বলেন, এদেশের মানুষ রক্ত দিয়েছে, ছাত্র-জনতা রক্ত দিয়েছে। তবে তখনই এ রক্ত দেয়া সার্থক হবে যখন এদেশ থেকে পুরোপুরি বৈষম্য দূর হবে। যখন এদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে এবং দেশ থেকে সকল দুর্নীতি দূর হবে।

তিনি বলেন, আজকে আমাদের অঙ্গিকার হবে জুলাইয়ের বিপ্লবের যে চেতনা, সেটা যেন আমরা ধরে রাখতে পারি। সে জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং ফ্যাসিস্টদের কোন ফাঁদে যেন আমরা পা না দেই সেদিকে সর্তক থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, মাহবুব উল্লাহ তপন, বরকত উল্লাহ, হাবিবুর রহমান মিঠু, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই