বন্দরের সোনাকান্দা এনায়েতনগর ঋষিপাড়া পূজামন্ডপসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজন। মঙ্গলবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত বন্দরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। প্রথমে বন্দরের সোনাকান্দা এনায়েতনগর ঋষিপাড়া পূজামন্ডপ পরিদর্শনে আসলে পূজামণ্ডপের নেতৃবৃন্দরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পূজা মন্ডপে এক আরতি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজুসহ অন্যান্য অতিথিবৃন্দরা।
এসময় রাজু তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশ হলো সম্প্রীতির দেশ। এখানে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবাই মিলেমিশে খুব কাছাকাছি বসবাস করি। এবং সেই সাথে একে অপরের সুখে দু:খে পাশে দাঁড়াই। কিন্তু একটি চক্র যুগ যুগ ধরে আমাদের মধ্যে চলে আসা সেই সম্প্রীতি নষ্ট করে দিতে যাচ্ছে। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, এদেরকে প্রতিহত করতে হবে। আমার নেতা জাকির খান বলেছেন, সম্প্রীতি বিনষ্টকারিদের একচুল পরিমানও ছাড় দেয়া হবেনা। আমরা তথা আমার নেতা জাকির খান আপনাদের পাশে আছে। আপনারা ভয় পাবেন না। যখনই কোন ষড়যন্ত্রের কথা জানতে পারবেন, সাথে সাথে আমাদের জানাবেন। আমরা সবাই মিলে ওই ষড়যন্ত্রকারিদের প্রতিহত করবো।
তিনি আরও বলেন, আপনারা জানেন আমার নেতা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান অসুস্থ। আমি তার জন্য আপনাদের সবার কাছে দোয়া ভিক্ষা চাই। আপনারা তার দোয়া বা আশির্বাদ করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পারে।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বন্দর উপজেলার সভপতি হরি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভপতি প্রদিপ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক ও বন্দর উপজেলার সাধারণ সম্পাদক সুজন দাস, মহানগরের সাধরণ সম্পাদক অরুণ দেবনাথ, যুব ঐক্য পরিষদ বন্দর উপজেলার সভাপতি তুলসী ঘোষ, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য ওয়াসিম সরদার, ইদ্রিস, কাইয়ূম ইসলাম বাবু, জালাল উদ্দিন কালু, ফয়সাল খান, লিটন, শুক্কুর আলী বেপারী, শাহীন মৃর্ধা, ভূইয়া শাহীন, সাইফুল, শাওন, বিল্লাল, সুমন, অপূর্ব দাস, হিরেন দাস, শিপন দাস, তরুণ দাস, সুদেব দাস প্রমূখ।
পরে গভীর রাত পর্যন্ত বন্দরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাজন আহমেদ রাজু।