সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় হৃদমপ্লাজা থানকাপড় মালিক সমিতির দোয়া

সিটি নিউজ / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) দুপুরে শহরের হৃদম কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হৃদম প্লাজা থান কাপড় মালিক সমিতি এ দোয়া মাহফিলের আয়োজন করে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের অভিভাবক। তিনি সকল দল-মতের ঊর্ধ্বে। তিনি ছিলেন গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্বের প্রতীক। দেশ ও রাষ্ট্রের সংকটময় মুহূর্তে তিনি কখনো আপস করেননি। তার ত্যাগ, রাজনৈতিক প্রজ্ঞা ও দেশপ্রেম আজও আমাদের পথ দেখায়। সেই আদর্শকে ধারণ করেই তার সুযোগ্য সন্তান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এগিয়ে চলছে। তার এ সংগ্রামে আমরা তার সঙ্গী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে জাকির খান আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ জন্মবার্ষিকী। আসলে তার সম্পর্কে বলতে গেছে অনেক কথাই বলতে হয়। কিন্তু সময় স্বল্পতার কারণে আজ শুধু এইটুকুই বললো, জিয়াউর রহমান শুধুমাত্র একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তার আদর্শ দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্ব গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনে সুদূরপ্রসারী প্রভাব রেখেছে। আজকের এ দিনে এ মহান নেতার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

সভাপতির বক্তব্যে হৃদম প্লাজা মালিক সমিতির সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, নারায়ণগঞ্জ বিএনপির সবচাইতে জনপ্রিয় নেতা আজ আমাদের মঞ্চে উপস্থিত। আমরা আমাদের সমিতির পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তিনি যেহেতু নারায়ণগঞ্জের হেভিওয়েট নেতা, তাই তার কাছে আমাদের মত সাধারণ ব্যবসায়ীদরে আশা আকাঙ্খাও বেশি। আমরা চাই তিনি সব সময় ব্যবসায়ীদের পাশে থাকবেন। তিনি আমাদের পাশে থেকে সুখ দু:খ ভাগ করে নেবেন, এটাই তার কাছে আমাদের প্রত্যাশা। আমি আজ আপনাদের কাছে আমাদের প্রাণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান, আরাফাত রহমান কোকোর জন্য দোয়া চাই। পাশাপাশি তারুণ্যের অহংকার ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ও আমার নেতা জাকির খানের সুস্বাস্থ্যের জন্যই দোয়া কামনা করছি।

বক্তব্যে শেষে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান, আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়াটি পরিচালনা করেন, মাওলানা আতিকুর ইসলাম। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়া বিতরণ করা হয়।

হৃদম প্লাজা মালিক সমিতির সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: রায়হান গফুর রাজনের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, মহানগর কৃষক দল নেতা আল আমিন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন আহমেদ, শাহিনুর ইসলাম সুমন, মো: সাজু, মো: বিল্লাল, মো: আলম, মো: রমিজ, মো: লিমন, মো: নাসির, মো: সোহেল, মো: নাঈম, মো: বাদশা, মো: সাইদ, মো: সুইট, মো: হোসেন, মো: আক্কাস প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই