বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমআ শহরের দেওভোগস্থ সাকিম আলী জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান এ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা ছাড়াও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করা হয়। পাশাপাশি গোটা দেশবাসীর মঙ্গলবার কামনা করা হয়।
এদিকে দোয়াপূর্ব এ সংক্ষিপ্ত আলোচনায় জাকির খান বলেন, আজকের এদিনে আমি আপনাদের সকলের কাছে আমার প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই। আপনারা সবাই দেশনেত্রীর জন্য দোয়া করবেন যাতে মহান আল্লাহ্ তা’আলা তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং তাকে সুস্থ ও দীর্ঘজীবী করেন। কারণ, তার মত আপোষহীন নেত্রীর বর্তমান সময়ে বড় অভাব। তাই আল্লাহ্ তাকে সুস্থ-সবল রাখুক এ কামনা করি। পাশাপাশি আজ আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য দোয়া করবো। আল্লাহ্ যেন তাকেও দুস্থ রাখে এবং দীর্ঘজীবী দান করে।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, সদস্য আওলাদ হোসেন, বাংলাদেশ হোসিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ বদিউজ্জামান বদু, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক সাইদুল রহমান টুলু, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি নাজির আহমেদ, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা প্রজন্ম দলের সদস্য সচিব সারোয়ার করিম, জিয়া পরিষদ মহানগর শাখার সদস্য সচিব মির্জা খোকন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, বাংলাদেশ হোসিয়ার অ্যাসোসিয়েশনের পরিচালক পারভেজ মল্লিক, জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো: নূর হানিফ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ প্রমূখ।