বন্দরে ঐতিহ্যবাহী একতা সংঘের (প্রাক্তন বালক সমিতি) উদ্যোগে এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৫ তম বাৎসরিক সরস্বতী পূজা। বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে ইতোমধ্যেই শেষ হয়েছে প্রস্তুতি। সরস্বতী পূজা উপলক্ষে বন্দর বাজার ৩৫নং এসএস শাহ্ রোড এলাকায় স্বার্গীয় দিনেশ মন্ডল দুখাই বাড়ীতে তৈরি করা হয়েছে পূজা মণ্ডপ।
জানাগেছে, শ্রী শ্রী বানী মায়ের অর্চণা বা সরস্বতী পূজা উপলক্ষে দুইদিন ব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে পূজা কমিটি। এসব অনুষ্ঠান মালার মধ্যে আগামী শুক্রবার (২৩ জানুয়ারী) সকাল ৯টায় পূজাচর্না এবং ১০টায় থেকে শুরু হবে অঞ্জলি প্রদান। দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যা ৭টা হতে রাত ১০টা পর্যন্ত চলবে আরতী।
এ বিষয়ে পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু বলেন, প্রত্যেক বছর বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা করে থাকি। এই দিন শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ একসাথে একত্রিত হয়ে মায়ের আরাধনা করি। এই উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আগ্রহের কমতি থাকে না। সকলের উপস্থিতিতে আমাদের সরস্বতী পূজা রূপ নেয় আবেগ আর ভালোবাসায়।
তিনি বলেন, আমরা চাই বর্তমানে দেশে যে একটা সম্প্রীতির ঘাটতি দেখা দিয়েছে, মায়ের আর্শিবাদে যেন সেই ঘাটতি দূর হয়ে যায়। আমরা যেন এদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলেমিশে সম্প্রীতির বন্ধতে আবদ্ধ থাকতে পারি। এদেশের প্রতিটি মানুষ যেন শান্তি শৃঙ্খলার মধ্যে থাকে, মায়ের কাছে সেই প্রার্থণাই করি।