নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
২০ অক্টোবর ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ চেম্বার ভবন, চাঁদমারী মাজার, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
এই সমঝোতার মাধ্যমে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের মানসম্মত, সাশ্রয়ী ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে ।
অনুষ্ঠানে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম নাসির উদ্দিন (অবঃ), পরিচালক মোঃ শাহ আলম, পরিচালক ডা. আবু বকর সিদ্দিক ও পরিচালক ফখরুল ইসলাম এবং এজিএম (মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট) প্রবীর রঞ্জন বিশ্বাস।
অন্যদিকে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), সিনিয়র সহ-সভাপতি মোঃ মোরশেদ সারোয়ার (সোহেল), সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর এবং চেম্বারের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
নারায়ণগঞ্জের বৃহৎ শিল্প ও ব্যবসায়িক সম্প্রদায়ের স্বাস্থ্য সুরক্ষায় এটি একটি নতুন প্রতিশ্রুতি। এই উদ্যোগটি সংশ্লিষ্ট সকলের জন্য উন্নত চিকিৎসা ও স্বাস্থ্য সুবিধা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।