রবিবার, ১৫ জুন ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

এম সোলায়মানই হলেন ইয়ার্ন মার্চেন্টের সভাপতি

সিটি নিউজ / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫

সূতা ব্যবসায়ীদের জাতীয়ভিত্তিক সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনে ৫ম বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন এম সোলায়মান। সোমবার অফিস বেয়ারার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন এম. সোলায়মান।

এছাড়া এর আগে ঐতিহ্যবাহী শতবর্ষীয় নারায়ণগঞ্জ ক্লাবের পরিচালনা পরিষদেও তিনি ৫ম বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। পাশাপাশি বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনেও (বিটিএম) তিনি একাধিকবার পরিচালক নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিস বেয়ারা নির্বাচনে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছে সিরাজুল হক হাওলাদার। সহ সভাপতি পদে তিনজন পর্যায়ক্রমে মাহফুজুর রহমান খান মাহফুজ, মো. মজিবুর রহমান ও সঞ্জিত রায়। নির্বাচিতদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন সহ সভাপতি পদে মাহফুজুর রহমান খান।

সোমবার ২৬ মে দুপুরে ইয়ার্ন মাচেন্ট কার্যালয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহার উপস্থিতিতে অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়। সিনিয়র সহ সভাপতি প্রার্থী ছিলেন দুইজন। যার মধ্যে সিরাজুল হক হাওলাদার ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তফা এমরানুল হক মুন্না পেয়েছেন ৯ ভোট।

তিনটি সহ সভাপতি পদে মোট ৫জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদের মধ্যে সর্বোচ্চ ১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাহফুজুর রহমান খান মাহফুজ, ১৫ ভোট পেয়ে দ্বিতীয় সহ সভাপতি হয়েছেন মজিবুর রহমান, ১৩ ভোট পেয়ে তৃতীয় সহ সভাপতি হয়েছেন সঞ্জিত রায়।

সহ সভাপতি পদে নির্বাচন করা অন্য দুই প্রার্থী আব্দুল্লাহ্ আল হোসেন বাপ্পি, মাজহারুল ইসলাম জোসেফ ৮টি করে ভোট পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই